বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টাকার বস্তা নিয়ে ঘুরলেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না : মেনন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৮ আসনের মহাজোট প্রার্থী ও সরকারের সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বস্তা বস্তা টাকা ছিটিয়ে ভোট কিনে বিএনপি ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে, সে স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। এই বাংলায় টাকার বস্তা নিয়ে ঘুরলেও বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। গতকাল রাজধানীর মতিঝিলে নির্বাচনী গণসংযোগে নেমে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় কর্মসংস্থান ব্যাংকের সামনে থেকে গণসংযোগ শুরু করে বিডিবিএল ব্যাংক ও আইসিবি, কৃষি ব্যাংক, উত্তরা ব্যাংক, জীবন বীমা ভবন, পানি উন্নয়ন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভবন, রূপালী ব্যাংক ও সাধারণ বীমার সামনে গেটমিটিং ও গণসংযোগ করেন।

 গণসংযোগকালে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, আমিরুল হক আমিন, ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন, বাংলদেশ আওয়ামী লীগের মতিঝিল থানার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, কর্মসংস্থান ব্যাংকের এমডি মো. আবুল হোসেন, কৃষি ব্যাংকের এমডি আলী হোসেন প্রধানীয়া, পিডিবি সিবিএ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, যুব মৈত্রীর সহ-সভাপতি মাহবুব আলম চৌধুরী জনিসহ ব্যাপক সংখ্যক নেতা-কর্মী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর