শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আসামে নাগরিকপঞ্জি তৈরির সময়সীমা ৬ মাস বাড়লো

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের আসাম রাজ্যে নাগরিক নিবন্ধন তালিকা ‘নাগরিকপঞ্জি’ হালনাগাদকরণের সময়সীমা ছয় মাস বাড়ানো হয়েছে। দেশটির মহানিবন্ধকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮-এর ৩১ ডিসেম্বরের মধ্যে তালিকা তৈরি করার জন্য ইতিপূর্বে ঘোষিত সময়সীমার মধ্যে কাজ শেষ করা সম্ভব নয়। তাই নতুন সময়সীমা ২০১৯ সালের ৩০ জুন নির্ধারণ করা হলো। আসামে নাগরিকপঞ্জির জন্য প্রথম বিজ্ঞপ্তি জারি হয় ২০১৩ সালের ৬ ডিসেম্বর। বলা হয়, ‘এই তারিখ থেকে তিন বছরের মধ্যে নাগরিক তালিকাভুক্তি সম্পন্ন করতে হবে।’ এরপর বিরতি দিয়ে মোট পাঁচবার সময় বাড়ানো হয়। খসড়া তালিকা প্রকাশিত হয় চলতি বছর ৩০ জুলাই। এতে ৩ কোটি ২৯ লাখ আবেদনকারীর মধ্যে ২ কোটি ৯ লাখ নাগরিক তালিকাভুক্ত হয়। তালিকা থেকে ৪০ লাখ মানুষ বাদ পড়ায় তুমুল বিতর্ক সৃষ্টি হয়। পরে আরও তালিকাভুক্তির জন্য ৩০ লাখেরও বেশি আবেদন জমা পড়ে। জানা যায়, এখন মাত্র তিন লাখ নাগরিক তালিকার বাইরে রয়েছে।

সর্বশেষ খবর