শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাহসিকতার সঙ্গে ভোটযুদ্ধে অংশ নিন

--- নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

একাদশ নির্বাচনে ভোটের একদিন আগে ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ‘সাহসিতার সঙ্গে শান্তিপূর্ণভাবে ভোটযুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। গত রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের যারা প্রার্থী ও সমর্থক তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে ও সাহসিকতার সঙ্গে এই নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করুন।’

তিনি বলেন, ভোটারদের বলব আপনারা নিজে ভোট দেবেন। আর যদি আপনার ভোট অন্য কেউ দিয়ে গেছে মনে করেন তাহলে আপনি সেখানে অবস্থান নেবেন, আপনার ভোট আপনি দিয়ে তারপর সেখান থেকে যাবেন। আপনার ভোট অন্য কেউ নেবে এটা যেন না হয়। আমরা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি, জনগণ যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপি, ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্ট বিজয়ী হবে ইনশা আল্লাহ।’

কন্ট্রোল রুম স্থাপন : নির্বাচনের দিন ও তার ফলাফল সংগ্রহে গুলশানে কন্ট্রোল রুম স্থাপন করেছে বিএনপি। এখান থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। একইভাবে এই কার্যালয়ে আলাদা মিডিয়া সেন্টারও স্থাপন করা হয়েছে বিদেশি সাংবাদিকদের তথ্য প্রদানের জন্য।

সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল খান, হায়দার আলী লেলিন, আমিরুজ্জামান শিমুল, কাজী আজিজুল হাকিম আরজু, ওমর ফারুক শাফিন, নাহিদুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর