রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
১৬ আসনে ধানের শীষ শূন্য

কোথাও বিকল্প কোথাও স্বতন্ত্র

নিজস্ব প্রতিবেদক

আইনি জটিলতার কারণে ১৬ আসনে ধানের শীষের প্রার্থী শূন্য রয়েছে। এসব আসনের কোথাও বিকল্প প্রার্থী আবার কোথাও স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছে স্থানীয় বিএনপি। আবার কোথাও কোথাও জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলকেও সমর্থন দেওয়া হয়েছে। আবার গুটি কয়েক আসন রয়েছে যেখানে কাউকেই সমর্থন দেয়নি স্থানীয় বিএনপি। এক আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে। এদিকে গণফোরাম জাতীয় ঐক্যফ্রন্টগতভাবে ৭টি আসন পেলেও বিকল্প আরও ৪টি আসন পেয়েছে।

জানা যায়, প্রার্থিতা বাতিল হওয়ার বড় অংশই হলেন উপজেলা চেয়ারম্যান। এ ছাড়া চাকরি  চটিলতার কারণে নির্বাচন করতে পারছেন না সিলেট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। একজন পৌর  মেয়র পদে থেকে মনোনয়নপত্র জমা দেন। তারও প্রার্থিতা বাতিল হয়। তিনজন ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়। একজনের মামলায় দ  ও সাজা থাকার বিষয়ে হাই কোর্টে রিট হয়। সেখানে সমাধান না হওয়ায় অনেকে আপিল বিভাগের দ্বারস্থ হন। সেখানেও ভোটে ফেরার পথ খোলেনি প্রার্থীদের।

প্রার্থীশূন্য ১৬ প্রার্থী হলো : জয়পুরহাট-১ আসনে মো. ফজলুর রহমান, (স্বতন্ত্র, আলেয়া বেগম) ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মো. মোসলেম উদ্দিন, (সেখানে বিকল্প প্রার্থী জসিম উদ্দিন, হাতপাখা) জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার, (গণফোরামের উদীয়মান সূর্য, সিরাজুল হক) রাজশাহী-৬ আসনে মো. আবু সাঈদ চাঁদ, (স্বতন্ত্র হাতপাখা) ঝিনাইদহ-২ আসনে মো. আবদুল মজিদ, (শূন্য) ঢাকা-২০ আসনে তমিজ উদ্দিন, ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, (সালমা ইসলাম, স্বতন্ত্র),  নীলফামারী-৪ আসনে আমজাদ হোসেন সরকার (শূন্য), বগুড়া-৭ আসনে মিল্টন মোর্শেদ (জাতীয় পার্টি, রেজাউল করিম বাবুল) বগুড়া-৩ আসনে আবদুল মুহিত তালুকদার, মানিকগঞ্জ-৩ আসনে বেগম আফরোজা খান (গণফোরামের উদীয়মান সূর্য, মফিজুল ইসলাম খান কামাল), সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা (গণফোরামের উদীয়মান সূর্য, মুকাব্বির খান), দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম (শূন্য), জামালপুর-১ আসনে এম রশিদুজ্জামান মিল্লাত (গণফোরামের উদীয়মান সূর্য ইঞ্জিনিয়ার সিরাজুল হক), গাইবান্ধা-৪ আসনে বিএনপির ফারুক কবির আহমেদ, নাটোর-৪ আসনে আবদুল আজিজ (শূন্য) ও নরসিংদী-৩ আসনের বিএনপি প্রার্থী মনজুর এলাহী (আওয়ামী লীগের বিদ্রোহী, সিরাজ মোল্লা স্বতন্ত্র)।

সর্বশেষ খবর