রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

তিন বিভাগে তীব্র শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৫.২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদরা বলছেন, আজ ভোটের দিনও এমন আবহাওয়া থাকবে। তীব্র শীতের মধ্যেই ভোট কেন্দ্রে যেতে হবে অনেক এলাকার ভোটারদের। মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ চলছে গত তিন দিন ধরে। আবহাওয়া অধিদফতর শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে কুড়িগ্রাম জেলার রাজারহাটে ৫.২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চুয়াডাঙ্গার তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে নামে। শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে) বিরাজ করছে। এ ছাড়া ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বাকি এলাকা এবং সন্দ্বীপ, সীতাকু , রাঙামাটি, কুমিল্লা, ফেনী ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মাঝারি (৮-৬ ডিগ্রি সেলসিয়াস) থেকে মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস)  শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই শৈত্যপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে এবং সারা দেশের আবহাওয়া মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ২৯৯ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

সর্বশেষ খবর