রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মোবাইল ইন্টারনেট ফোর জি ও থ্রি জি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ইন্টারনেটের ফোর জি ও থ্রি জি সেবা ৩৩ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। অপারেটরদের পাঠানো নির্দেশনায় আজ প্রথম প্রহর পর্যন্ত ফোর জির ভয়েস ও ডেটা এবং থ্রি জি ডেটা সেবা পুরোপুরি বন্ধ রাখতে বলেছে সংস্থাটি।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বলেন, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, গুজব প্রতিরোধে সরকারের নির্দেশনায় মোবাইল ফোন অপারেটরদের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ (রবিবার) রাত ১২টার পর থেকে এ সেবা আবার স্বাভাবিক হয়ে যাবে।

এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে প্রায় ১০ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ফোর জি ও থ্রি জি সেবা বন্ধ রাখা হয়। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার হিসাবে গত নভেম্বর পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ৯ কোটি ১৮ লাখের বেশি। এর মধ্যে ৮ কোটি ৬০ লাখ গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকেন।

সর্বশেষ খবর