রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

থার্টি ফার্স্ট নাইটে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এগারো নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে আগামীকাল সোমবার রাতে পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি, মোটরসাইকেল চালনাসহ যে কোনো ধরনের অশোভন আচরণ এবং বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ করেছে। গতকাল ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হলো- খোলা স্থানে উৎসব করা যাবে না। নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। আতশবাজি কিংবা পটকা ফোটানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পর বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। তবে এ এলাকার বাসিন্দাদের পরিচয় দিয়ে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে হবে। গুলশান এলাকায় সন্ধ্যায় পরিচয় দিয়ে কাকলী ক্রসিং এবং আমতলী ক্রসিং দিয়ে প্রবেশ করতে হবে। নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের যেতে নিরুৎসাহিত করা হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে ফিরতে অনুরোধ করা হয়েছে। সন্ধ্যা ৬টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। এ সময়ের পর ঢাকায় কোনো বার খোলা রাখা যাবে না। কাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ঢাকার আবাসিক হোটেল, রেস্তোরাঁয় বৈধ আগ্নেয়াস্ত্র বহন না করার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এই নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

সর্বশেষ খবর