রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিমানবাহিনীর ১১০ সদস্য মালি গেছেন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমানবাহিনী রিপাবলিক অব মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে। প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে বিমানবাহিনীর ৪ জন মহিলা কর্মকর্তাসহ ১১০ জন সদস্য গতকাল মালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আইএসপিআর জানায়, বিমানবাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মো. মামুনুর রশীদ। উল্লেখ্য, মালিতে বিবদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং জনসাধারণের আস্থা অর্জন করেছে। তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুণœ রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরও উৎকর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর