রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

না-ফেরার দেশে চারুশিল্পী সৈয়দ জাহাঙ্গীর

সাংস্কৃতিক প্রতিবেদক

না-ফেরার দেশে চারুশিল্পী সৈয়দ জাহাঙ্গীর

চারুশিল্পী সৈয়দ জাহাঙ্গীর আর নেই। গতকাল সকালে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুতে দেশের চারুশিল্পের অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করেন তার সুহƒদ ও শুভাকাক্সক্ষীরা। বিকালে তার মৃতদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে। সেখানে চারুশিল্পী ও শিক্ষকদের ফুলেল শ্রদ্ধা শেষে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মৃতদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি সাতক্ষীরায়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করার কথা। ১৯৭৭ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগে যোগ দেন সৈয়দ জাহাঙ্গীর। সেখানে ১৬ বছর চাকরি করেন। ‘আত্মার উজ্জীবন’, উল্লাস, ধ্বনি, অজানা-অন্বেষা’সহ বহু প্রদর্শনী তাকে চারুশিল্পী হিসেবে মর্যাদার আসনে উন্নীত করেছে। ১৯৮৫ সালে তিনি একুশে পদক লাভ করেন। এরপর ১৯৯২ সালে চারুশিল্পী সংসদের বিশেষ সম্মাননা লাভ করেন। এ ছাড়া মাইকেল মধুসূদন পুরস্কার, শশীভূষণ সম্মাননা, বার্জার পেইন্টস ও হামিদুর রহমান পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর।

সর্বশেষ খবর