রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজেই দিন : বাম জোট

নিজস্ব প্রতিবেদক

সংসদ নির্বাচনে সব ধরনের সন্ত্রাস-ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজেকেই প্রদানের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ৮-দলীয় বাম জোট অভিযোগ করে বলেছে, এবারও খালি মাঠে গোল করার সুযোগ না পেয়ে আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে ‘নিয়ন্ত্রিত ভোটে আনুষ্ঠানিকভাবে জেতার’ আয়োজন সম্পন্ন করেছে। তবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এ দেশে গণতন্ত্র ও মানুষের অধিকারকে কেউ পদানত করতে পারবে না, এটা আমাদের বিশ্বাস। মানুষ জেগে উঠবে, এটিই আমাদের প্রত্যাশা। গতকাল রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্টি পার্টি-সিপিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। এতে আরও বক্তব্য দেন সিপিবি সভাপতি মজুাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিপিবি সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, শ্রমিক নেতা মোশরেফা মিশু, বাসদ নেতা রাজেকুজ্জামান রতনসহ শীর্ষ বাম নেতারা। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাম জোট বলেছে, আমাদের কর্মীদের প্রতি নির্দেশ, তারা সারা দেশে ভোট কেন্দ্রে থাকবেন। মানুষের ভোটাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন। নির্বাচনের দিন বাম জোটের কেন্দ্রীয় কার্যালয়ে সার্বক্ষণিক মনিটরিং সেল খোলা থাকবে। সারা দেশের সব আসনের যেকোনো অনিয়ম, ঘটনা, দুর্ঘটনা সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় মনিটরিং সেলে জানানোর জন্য অনুরোধ করছি ।

 

সর্বশেষ খবর