সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

উৎসব নয়, ছিল আতঙ্কের ভোট

---- খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক ‘উৎসবের ভোটকে আতঙ্কের ভোটে পরিণত করা হয়েছে’ দাবি করে বলেছেন, জনগণের কোটি কোটি টাকা খরচ করে ভোট ডাকাতি উৎসবের প্রয়োজন ছিল না। নেতৃদ্বয় গতকাল এক বিবৃতিতে আরও বলেন, দশম নির্বাচন ছিল ভোটবিহীন, আর এবারের নির্বাচন হলো ভোট ডাকাতি। হামলা, হুমকি, পিস্তল ঠেকানো, গ্রেফতার ও কেন্দ্র থেকে নৌকার এজেন্ট ছাড়া অন্য দলের এজেন্টদের বের করে দিয়ে উৎসবের ভোটকে আতঙ্কের ভোটে পরিণত করা হয়েছে। অনেককে ভোট দিতে গিয়েও শুনতে হয়েছে তার ভোট হয়ে গেছে, এবং বেলা ১১টার পর অনেক কেন্দ্রে ব্যালটও ছিল না। এ হলো গণতন্ত্রের ভোটের অধিকার। এতে আবারও প্রমাণিত হলো দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের আশা করা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর