সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ-কালীন অস্থায়ী সরকারের উপদেষ্টা    কমরেড মণি সিংহের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। ব্রিটিশবিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক এবং টংক আন্দোলনের এই মহানায়ক ১৯৯০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিপিবিসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল সাড়ে ৭টায় পোস্তগোলা শশ্মানঘাটে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে এবং সকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কমরেড তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এছাড়া মণি সিংহ স্মরণে আগামী ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী নেত্রকোনার সুসং দুর্গাপুরের টংক শহীদ স্মৃতিস্তম্ভে কমরেড মণি সিংহ মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন ও সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক বিবৃতিতে মণি সিংহের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

সর্বশেষ খবর