শিরোনাম
বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ডিএনসিসি নির্বাচন

মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আতিকুল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আতিকুল ইসলাম। গতকাল বিকালে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্মসচিব মো. আবুল কাসেমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ ও জমা চলছে। রিটার্নিং কর্মকর্তা জানান, গেল বছর ১৯ জন ও এবার ছয়জন- এই মোট ২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল পর্যন্ত মাত্র একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র পদে। কালকের (বৃহস্পতিবার) মধ্যে আগাম প্রচারসামগ্রী সরাতে নির্দেশ দেন তিনি। আজ (বুধবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ভোট হবে এ উপনির্বাচনের।

আতিকুল ইসলামের মনোনয়নপত্র জমার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নিহাদ কবীর। পার্টি অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক থাকায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আওয়ামী লীগের কোনো নেতা আসতে পারেননি বলে জানান আতিকুল ইসলাম।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর