বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

মাদারীপুর প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সিরাজুল ইসলাম মোল্লা (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের বাড়ি মাদারীপুরের শিবচরের সন্ন্যাসীরচর গ্রামের মোল্লা বাড়িতে শোকের মাতম চলছে।

নিহতের পরিবার জানায়, ২৫ জানুয়ারি রাতে বাংলাদেশি ব্যবসায়ী সিরাজুল ইসলাম মোল্লা দক্ষিণ আফ্রিকার টেম্বিসা অকমো এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে। এ সময় গাড়ি থেকে নামতে অসম্মতি জানালে সন্ত্রাসীরা তাকে গুলি করে। এতে সিরাজুল ইসলামের পেটে ও পায়ে গুলিবিদ্ধ হয়। দক্ষিণ আফ্রিকার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়। তার পরিবারের দাবি সরকার যেন সিরাজুল ইসলামের লাশ দেশে ফিরিয়ে আনে। গত ৩০ ডিসেম্বর তার বাবা হাজী নূরুদ্দিন মোল্লার মৃত্যু হয়।

নিহতের ভাই মাসুদুর রহমান বলেন, দক্ষিণ আফ্রিকার টেম্বিসা অকমো এলাকায় আমার ভাইকে গুলি করে সন্ত্রাসীরা। এক বছর আগে ও আরেকবার ছিনতাইয়ের শিকার হয়েছিল। সন্ন্যাসিরচর ইউনিয়ন চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, সরকারের কাছে দাবি  সিরাজুলের লাশ যেন দেশে ফিরিয়ে আনা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর