বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে

------------------ মুকুল বোস

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে। মানুষ সুখে-শান্তিতে বাস করছে। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী প্রচার লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি শেখ ইকবালের সভাপতিত্বে এতে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, সংগঠনের নেতা রাশেদ চৌধুরী, মনসুর আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।

মুকুল বোস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে এসে আওয়ামী লীগের হাল না ধরলে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার হতো না। জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকা-ের বিচার হতো না। সেদিন শেখ হাসিনা দেশে না আসলে দেশ সন্ত্রাস-জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হতো। সেই কারণেই শেখ হাসিনাকে হত্যার জন্য ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। স্বাধীনতাবিরোধী শক্তি শেখ হাসিনাকে বার বার হত্যার জন্য হামলা করে। প্রধানমন্ত্রী স্বাধীনতাবিরোধী শক্তির কাছে মাথা নত করেননি। বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ বলেন, পঁচাত্তরের পরে তৎকালীন সেনা সমর্থিত শাসক জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধীদের রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠা করেন। পরে তাদের মন্ত্রী করে আমাদের জাতীয় পতাকাকে অপমান করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে বিতাড়িত করার চক্রান্ত করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তিনি কারও রক্তচক্ষুকে ভয় পাননি। এ দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করে চলেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জীবনের ঝুঁকি নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছেন। আজ তারই যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের মুখে হাসি ফুটেছে। দেশের উন্নয়ন ধরে রাখতে প্রধানমন্ত্রীকে দেশবাসীর সহযোগিতা করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর