বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় এবিটির সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আবদুস ছোবহান ওরফে হাবিব (২৮) নামে এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১। সোমবার ঢাকার আশুলিয়ার কুমকুমারী মৃধাবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পাঁচটি উগ্রপন্থি বই ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল র‌্যাব-১ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর উদ্দেশ্যে এবিটির বেশ কিছু সক্রিয় সদস্য গোপন সভায় একত্রিত হয়- এমন গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিব জানায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্যে নাশকতা ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সভা করছিল।

এ ছাড়া তাদের ভার্চুয়াল জগৎ টেলিগ্রাম অ্যাপস এ ‘সহজ পথ’ নামে গ্রুপে সারা দেশের ৯০ জন সদস্য রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘দিশেহারা মুসাফির’, ‘শাহাদাতের প্রতীক্ষায়’, ‘জিহাদী চেতনা’ ও ‘ইচ্ছে গুটি’ নামের গ্রুপের মাধ্যমে তাদের অন্য সহযোগীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।

জানা গেছে, হাবিব যশোরের মনিরামপুর উপজেলার করেরাইল গ্রামের মোস্তাকিম সরদারের ছেলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর