শিরোনাম
বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের তিন নারীসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের তিন নারীসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। তারা হলেন- ফাতেমা ইমাম তানিয়া, আফসানা মিমি, সালমা সুলতানা, শেখ মোহাম্মদ বাধন ওরফে পারভেজ ও রুহুল আমিন ওরফে সায়মন। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট, বৈদেশিক মুদ্রা ও পাসপোর্ট উদ্ধার করা হয়। সোমবার রাজধানীর বিমানবন্দরের কাওলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সকালে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ মুফতি মাহমুদ খান জানান, গত ১২ জানুয়ারি উত্তরা থেকে চয়েজ রহমানকে আটক করা হয়। তিনি আন্তর্জাতিক মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পর ছায়াতদন্তে মাঠে নামে র‌্যাব। এরই ধারাবাহিকতায় ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। গত ১৪ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর শ্রীলঙ্কার কলম্বোর মাউন্ট লাভিয়ানা এলাকায় অভিযান চালিয়ে সূর্য মণি, জামাল উদ্দিন ও দেওয়ান রফিউল ইসলামকে ২৭২ কেজি হেরোইন ও ৫ কেজি কোকেনসহ গ্রেফতার করে। এক মাসের মধ্যেই এত বিপুল পরিমাণে হেরোইন ও কোকেনসহ বাংলাদেশি গ্রেফতারের ঘটনায় দেশে একটি টাস্কফোর্স গঠন করা হয়। পরে আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী চয়েজ রহমানকে আটক করে টাস্কফোর্স।

র‌্যাব কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ একটি আন্তর্জাতিক মাদকপাচারকারী সিন্ডিকেটের সদস্য। বাংলাদেশে তাদের প্রধান নিয়ন্ত্রক আরিফ উদ্দিন। তার আল-আমিন ফ্যাশন বায়িং হাউস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই ব্যবসার নামে চটকদার বিজ্ঞাপন দিয়ে স্মার্ট মেয়েদের নিয়োগ দিতেন। এই ব্যবসার আড়ালে তিনি আন্তর্জাতিকভাবে মাদকের ব্যবসা করতেন। এই সিন্ডিকেটে ১৫/২০ জন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর