শিরোনাম
বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাবুনগরীর উন্নত চিকিৎসার সুযোগ দিন : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফিরিয়ে দিয়ে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল নূরপুরী। গতকাল খিদমাহ হসপিটালে বাবুনগরীকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা মহানগর সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শুরা সদস্য মুফতি আবদুল মুমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, উলামায়ে কেরাম দেশ ও ইসলামের তাজ। জাতির স্বার্থে উনাদের বড় প্রয়োজন। আল্লামা জুনায়েদ বাবুনগরী বাতিলের বিরুদ্ধে আপসহীন এক সিপাহশালার। আজকে উনি অসুস্থ হয়ে হাসপাতালে বেডে শুয়ে আছেন অথচ বর্তমান সরকার উনার পাসপোর্ট জব্দ করে রেখেছে। উনাকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। এটা চরম অন্যায়। এ পরিস্থিতিতে উনার কিছু হলে দেশবাসী সরকারকে ছাড় দেবে না। অতিসত্বর উনার পাসপোর্ট ফিরিয়ে দিয়ে উনাকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং দেশবাসীসহ বিশে^র সব মুসলমানের কাছে উনার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি। ২০১৩ সালের ৫ মে গ্রেফতার হওয়ার পর তার পাসপোর্টটি জব্দ করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর