শিরোনাম
বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ট্রাস্টের অর্থে বাস্তবায়িত প্রকল্পে কোনো অনিয়ম গ্রহণযোগ্য হবে না

--- পরিবেশ ও বনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নকৃত প্রকল্পসমুহ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জবে। প্রতিটি প্রকল্প যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে খেয়াল রাখতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনোরকম অনিয়ম গ্রহণযোগ্য হবে না। মন্ত্রী গতকাল মহাখালী পুরাতন বন ভবনে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-মন্ত্রী হাবিবুন নাহার এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকার যেসব কার্যক্রম গ্রহণ করেছে বিশ^ব্যাপী তা প্রশংসিত হয়েছে। আমরা নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কাজ শুরু করেছি। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড তারই একটি উৎকৃষ্ট উদাহরণ।

সচিব বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট গঠিত হয়েছে। ট্রাস্টের অর্থায়নে যেসব মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়ন করছে তাদের অবশ্যই সেই কাজটি সুসম্পন্ন করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর