সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ হবে : এনবিআর

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা হচ্ছে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার। আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। তাই তামাকের ব্যাপারে আপসহীন। গতকাল অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্সের (আত্মা) প্রাক-বাজেট আলোচনায় তিনি একথা বলেন। সভায় আত্মার প্রতিনিধি হিসেবে অংশ নেন মনির হোসেন লিটন, কাওসার রহমান, মীর মাশরুর জামান রনি, মর্তুজা হায়দার লিটন, নাদিরা কিরণ, দৌলত আক্তার মালা ও মিজান চৌধুরী।

আগামী বাজেটে আত্মার পক্ষ থেকে সব তামাকপণ্যের খুচরা মূল্যে ১৫ শতাংশ ভ্যাট বহাল রাখাসহ বেশকিছু প্রস্তাবনা দেওয়া হয়।

সর্বশেষ খবর