বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শেখ আবদুল আজিজের দাফন আজ

নিজস্ব প্রতিবেদক

ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বঙ্গবন্ধু মন্ত্রিসভার সদস্য শেখ আবদুল আজিজের দাফন আজ। আজ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

গত সোমবার সন্ধ্যায় গুলশানে নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়।

 তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বড় মেয়ে সিমিন শেখ মিথুন আমেরিকার ওয়াশিংটনে প্রাইমারি শিক্ষা অফিসার এবং ছেলে শেখ আশিক হাফিজ আমেরিকার একটি প্রতিষ্ঠানের প্রকৌশলী। ছোট মেয়ে নাবিন শেখ মেঘলা ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। আজ সকালে বড় মেয়ে ও ছেলে দেশে আসবেন। গতকালও শেখ আবদুল আজিজের গুলশানের বাসায় যান আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর