মঙ্গলবার, ২৮ মে, ২০১৯ ০০:০০ টা

‘শিক্ষার উন্নয়নে বিকল্প নেই জাতীয়করণের’

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের  (বিপিসি) নেতারা বলেছেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে দেশে বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্য দূর করে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোনো বিকল্প নেই। এজন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানানো হয়। গতকাল ঢাকা গোল্ডেন কলেজে আলোচনা সভায় এই দাবি জানান তারা। বাকশিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ হারুনুর রশীদ পাঠান, অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যক্ষ রেজাউল হক, অধ্যক্ষ মুজিবর রহমান হাওলাদার, অধ্যক্ষ আনোয়ার হোসেন, ড. এ কে এম আবদুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর