শিরোনাম
মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য

গত ১১ জুন বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘স্বাস্থ্য খাতে তুঘলকি কা ’ শীর্ষক প্রতিবেদন বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বলেছেন, প্রতিবেদনে উল্লিখিত রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালটি সম্পূর্ণরূপে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। যার সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই। প্রকাশিত প্রতিবেদনে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে যে ছয়জন প্রতিনিধি যন্ত্র কেনার জন্য বিদেশ সফরের কথা বলা হয়েছে তারাও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা নন। অথচ স্বাস্থ্য খাতে তুঘলকি কা  শিরোনামে সংবাদ প্রকাশ করায় সম্পূর্ণ ঘটনাটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়ভার হিসেবে জনমনে প্রতিফলিত হচ্ছে। এমনকি জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যরা কেউ কেউ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। যা অত্যন্ত অনাকাক্সিক্ষত।

প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনের কোথাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ে কিছু বলা হয়নি। তবে এটা সত্য যে, সরকারি কর্মচারী হাসপাতালটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন হলেও এটি স্বাস্থ্য সম্পর্কিত।

সর্বশেষ খবর