শিরোনাম
শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দেশের বিরুদ্ধে অপপ্রচার ভুয়া মেজর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বিদেশে বসে ফেসবুকে মিথ্যা, আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করায় সাইবার অপরাধী ফাহিমকে গ্রেফতার করা হয়েছে। সিআইডির সাইবার পুলিশ সেন্টার বিভাগ তাকে গতকাল গ্রেফতার করে। সিআইডি জানায়, ফাহিম সৌদি আরবে থেকে নিজেকে মেজর শাকিল পরিচয় দিয়ে ভুয়া আইডি খুলে অপপ্রচার করে আসছিলেন। তার ফেসবুক আইডির বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হওয়া যায়, আইডি পরিচালনা হচ্ছে সৌদি আরব থেকে। সিআইডি সৌদি পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, ফাহিমকে ইতিমধ্যেই সেখানে আইন ভঙ্গের কারণে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সিআইডি ফাহিমকে গ্রেফতার করতে সমর্থ হয়। লক্ষ্মীপুরের রামগঞ্জের এনামুল হকের ছেলে ফাহিম আহমেদ সৌদি আরবে বসে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে অপপ্রচার চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা হয়েছে।

সর্বশেষ খবর