মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

যৌন হয়রানি রোধে শিশুদের সচেতনতা বৃদ্ধিতে ডুফার কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

‘ঘর থেকেই শুরু হোক সচেতনতা’ এ প্রতিপাদ্য নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যৌন হয়রানি ও উৎপীড়ন রোধে অনুষ্ঠিত হলো দিনব্যাপী কর্মশালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের এলামনাই সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস্্ এ্যালায়েন্স (ডুফা) এ কর্মশালাটির আয়োজন করে। রাজধানীর নিকেতনে ডুফার কার্যালয়ে সম্প্রতি এ কর্মশালায় অংশ নেয় বিভিন্ন পর্যায়ের ৬০ জন শিক্ষার্থী। কর্মশালাটি পরিচালনা করেন বিশিষ্ট সাইকো-সোশ্যাল থেরাপিস্ট ও প্রশিক্ষক এবং ফ্রিডম উইদিনের ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার। আয়োজকরা জানিয়েছেন, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন পর্যায়ে যৌন হয়রানি ও নিপীড়ন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। তাই এ বিষয়ে শিশুদের  সচেতন করার জন্য এ ধরনের কর্মশালার আয়োজন। ডুফা সভাপতি এ কে এম এনায়েত হোসের পল্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. সৈয়দ নেয়ামুল, সানজিদা খান রিপা, সোহরাব হোসেন চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর