শিরোনাম
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

গুলশানে ওয়্যার হাউসে র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ক্যাসিনোগুলোতে অবৈধভাবে মদ সরবরাহের অভিযোগে গুলশানের একটি ওয়্যার হাউসে অভিযান চালিয়েছে র‌্যাব। এখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেন্সিডিল জব্দ করা হয়। র‌্যাব জানায়, এটি অনিবন্ধিত একটি ওয়্যার হাউস। গতকাল রাতে গুলশান-২ এর ১০৮ নম্বর রোডে ২৩ নম্বর বাড়িতে ইস্টার্ন ডিপ্লোমেটিক ওয়্যার হাউস নামের প্রতিষ্ঠানে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাংবাদিকদের বলেন, এটি অনিবন্ধিত একটি ওয়্যার হাউস। এখান থেকে ঢাকার ক্যাসিনোগুলোতে অবৈধভাবে মদ সরবরাহ করা হতো। অভিযানের পর প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

ওয়্যার হাউসটি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।

সর্বশেষ খবর