রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
বিসিআইর সেমিনারে নেতারা

ব্যাংক এসএমইদের অনেককে বেঁধে নিয়ে আসছে

নিজস্ব প্রতিবেদক

শিল্পপতিদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সেমিনারে ‘দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা বা এসএমই খাতের অনেক ব্যবসায়ীকে ব্যাংক বেঁধে নিয়ে আসছে’ বলে অভিযোগ করা হয়েছে। গতকাল রাজধানীর ওয়েস্টিন হোটেলে বিসিআই আয়োজিত ‘সহজে ব্যবসা করার বিষয়ক’ সেমিনারে এ অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। সেমিনারে এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, অর্থনীতির গতি ধরে রাখতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। সেজন্য এসএমই খাতকে গুরুত্ব দিতে হবে। যাদের শ শ কোটি টাকার খেলাপি ঋণ আছে, সরকার তাদের জন্য অনেক উদ্যোগ নিচ্ছে, ছাড় দিচ্ছে। কিন্তু এসএমইদের অনেককে ব্যাংক বেঁধে নিয়ে আসছে। এভাবে দেশ এগোবে না। এ ছাড়া তহবিলের অভাব, দক্ষতার অভাব, সহজে বিদেশি বিনিয়োগ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। বক্তারা উল্লেখ করেন, সরকার অনেক উদ্যোগ নিচ্ছে, ছাড় দিচ্ছে। কিন্তু সুফল মিলছে না। এখন শিল্পের প্রধান সমস্যা পুঁজির অভাব। এজন্য অনেক উদ্যোগ বাস্তবায়ন করতে পারছেন না উদ্যোক্তারা। কৃষি খাতে ঋণ দেওয়া হয় জমির বিপরীতে।

 জানানত ছাড়া কেউ ঋণ পায় না। তাই সহজে ব্যবসা করার সুযোগ সৃষ্টির বিকল্প নেই। ব্যবসায়িক পরিবেশটা এমন হতে হবে, যে কেউ চাইলেই ব্যবসা শুরু করতে পারে।

বিসিআিই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরীর মূল বক্তব্য উপস্থাপন শেষে আলোচনায় অংশ নেন বাংলাদেশ উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদ এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মেট্রোপলিন চেম্বারের সাবেক সভাপতি রোকিয়া আফজাল রহমান, এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আবদুুর রাজ্জাক, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সমিতির সহসভাপতি শোয়েব আহমেদ প্রমুখ।

সেমিনারে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, উদ্যোক্তারা সব ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছে না এ কথা সত্য। রপ্তানি সক্ষমতা বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করার চেষ্টা চলছে। বর্তমানে শ্রীলঙ্কা, ভুটান, ইন্দোনেশিয়ার সঙ্গে  এফটিএ স্বাক্ষরের আলোচনা চলছে। পরিবেশের কথা বলে কারখানা স্থানান্তর, বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সর্বশেষ খবর