রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ভাঙল রবের জাসদ

মুক্তিযুদ্ধবিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে ওরা : রতন

নিজস্ব প্রতিবেদক

আ স ম রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) গতকাল আনুষ্ঠানিকভাবে ভেঙে গেছে। দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন গতকাল সংবাদ সম্মেলন করে রবের নেতৃত্বাধীন অংশকে ‘ওরা মুক্তিযুদ্ধবিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে’ উল্লেখ করে আগামী ১১ জানুয়ারি তার দলের কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরাই মূল জিএসডি। আর জেএসডির একাংশ আজ মুক্তিযুদ্ধের আদর্শ-চেতনা, দলের অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি এবং তৃতীয় রাজনৈতিক শক্তি (নতুন শক্তি) গড়ে তোলার অঙ্গীকার ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী দল ও গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছে। দলের ভিতরে গণতন্ত্র চর্চা বাদ দিয়ে ব্যক্তিতন্ত্র, পরিবারতন্ত্র ও গঠনতন্ত্র বিহীনভাবে কাউন্সিল করে ব্যক্তির ইচ্ছামতো নেতৃত্ব নির্ধারণ করার দিকে আগাচ্ছে। যা দলের নেতা-কর্মীরা মেনে নেয়নি। তাই তাদের প্রেরণাতেই আমরা জাতীয় কনভেনশন করার  ঘোষণা দিচ্ছি। এ কনভেনশনে দলের ঘোষণাপত্র গঠনতন্ত্র, নিয়মনীতি চূড়ান্ত করে গণতান্ত্রিকভাবে দলের একটি কাউন্সিল করা হবে। এর মধ্য দিয়ে জেএসডির দশ দফা, সিরাজুল আলম খানের ১৪ দফাসহ অংশীদারিত্বের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক কর্মসূচি নেওয়ার পথ প্রশস্ত হবে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক। উপস্থিত ছিলেন সাবেক এমপি এম এ গোফরানসহ জিয়া খোন্দকার, মোশাররফ হোসেন, জাহাঙ্গীর আলম, আবদুল খালেক, দেলওয়ার হোসেন প্রমুখ।   

 

সর্বশেষ খবর