মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাবির সমাবর্তনে অংশ নেবেন ২০ হাজার গ্র্যাজুয়েট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তন ৯ নভেম্বর। এতে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর প্রায় ২০ হাজার গ্র্যাজুয়েট। এ উপলক্ষে গতকাল সমন্বয় সভা উপাচার্য অফিসসংলগ্ন প্রফেসর আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনসহ সমাবর্তন-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সমাবর্তনে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট ফর কসমিক রে রিসার্চের পরিচালক নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. তাকাকি কাজিতা ‘সমাবর্তন বক্তা’ হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেওয়া হবে।

সর্বশেষ খবর