বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শান্তিরক্ষা মিশনে কঙ্গো গেছেন বিমান বাহিনীর ১৭৫ সদস্য

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত তিনটি কন্টিনজেন্টের ৩২০ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে। এর অংশ হিসেবে বিমান বাহিনীর ১৭৫ জন সদস্য জাতিসংঘের ভাড়া করা বিমানে গতকাল কঙ্গো গেছেন। বাকি সদস্যরা পর্যায়ক্রমে কঙ্গো যাবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর এই কন্টিনজেন্টগুলো ইউটিলিটি এভিয়েশন ইউনিট-১৭, এয়ার ফিল্ড সার্ভিসেস ইউনিট-১৭ ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট-১০ নিয়ে গঠিত যার নেতৃত্বে থাকবেন যথাক্রমে এয়ার কমডোর মো. রেজা এমদাদ খান, বিইউপি, পিএসসি, গ্রুপ ক্যাপ্টেন মো. আমিনুর রেজা ইবনে আবেদীন, এএফডব্লিউসি, পিএসসি এবং উইং কমান্ডার আবুল কাশেম মুহাম্মদ ফয়সল, পিএসসি। এর আগে গত ২৪ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত কঙ্গোগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে ঘাঁটি বাশার-এ ব্রিফিং দেন।

সর্বশেষ খবর