সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক

৩৯তম বিশেষ (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৪ হাজার ৪৪৩ জন চিকিৎসকের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। গতকাল রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি ডা. ইকবাল আরসেলান প্রমুখ।

জানা গেছে, গত ১৯ নভেম্বর ৩৯তম বিশেষ বিসিএসে ৪ হাজার ৪৪৩ জনকে স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ২০৩ ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৪০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ প্রাপ্তদের অবিলম্বে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী সাধারণ মানুষের সেবার মনোভাব নিয়ে সব চিকিৎসককে কাজ করতে বলেছেন। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ভূয়সী প্রশংসা করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

সর্বশেষ খবর