রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এমপিরা এলাকায় ক্ষমতার দাপট দেখান

----------- কামাল লোহানী

নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেছেন, এমপিরা আইন প্রণয়নে দাপট দেখাতে না পারলেও এলাকায় ক্ষমতার দাপট দেখাতে পারেন। আইন ভঙ্গ করেই তারা সে দাপট দেখান। আমরা এলাকার স্কুলের মাঠে ছাত্রছাত্রীদের নিয়ে বিকাল পর্যন্ত বই পাঠের আসর করতাম। সন্ধ্যায় অভিভাবকদের নিয়ে লোকগান ও দেশীয় সংস্কৃতির লালন ও বিকাশে আড্ডার আয়োজন করতাম। এক দিন স্থানীয় এমপি স্কুলশিক্ষককে ফোন করে বললেন, আমার পারমিশন না নিয়ে আপনি বহিরাগত লোকদের স্কুলের মাঠ ব্যবহার করতে দেন, বিষয়টা কী? অথচ তিনি ওই স্কুল কমিটির কেউ ছিলেন না। এরপর আমাদের আড্ডাটা বন্ধ হয়ে গেল। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘লেখক ও পাঠক সম্মিলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। প্রকাশনা সংস্থা ‘কালো’ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক আতা সরকার। বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর, রোটারিয়ান শাখাওয়াত হোসেন মামুন, সৃজনশীল প্রকাশনা সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক। সভার শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের শব্দসৈনিক কামাল লোহানী আরও বলেন, আড্ডা আমাদের পরস্পরকে কাছে আনে। আড্ডায় সমবেত সবাই সবাইকে চিনতে পারে। আড্ডা মানুষকে সংঘবদ্ধ করে। সংঘবদ্ধতা মানুষকে শক্তি জোগায়। আড্ডা বাঙালিকে সংঘবদ্ধ করেছে, সাহস জুগিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। আড্ডা না হলে দেশ মাটি মানুষের মনে কী প্রত্যাশা তা বুঝতে পারব না। অবকাঠামোসহ অনেক কিছুই হতে পারে কিন্তু পারস্পরিক হৃদ্যতা না থাকলে সমাজের অবস্থা জানতে পারব না।

বক্তারা সৃজনশীলতার বিকাশ ও বই পাঠে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে লেখক ও পাঠক সম্মিলনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর