রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় শেক্সপিয়রের ‘হ্যামলেট’

সাংস্কৃতিক প্রতিবেদক

বিশ্ববরেণ্য নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের বিয়োগান্ত সৃষ্টি ‘হ্যামলেট’ অবলম্বনে শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো দর্শকনন্দিত নাটক ‘হ্যামলেট’। গত সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক অনূদিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন আতাউর রহমান। প্রযোজনা উপদেষ্টা শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

১৫৯৯ ও ১৬০২ সালের মধ্যে নাটকটি রচনা করেন উইলিয়াম শেক্সপিয়র। এটি বরেণ্য নাট্যকারের সবচেয়ে জনপ্রিয় নাটক হিসেবে সর্বজনস্বীকৃত। ডেনমার্কের রাজা হ্যামলেটের মৃত্যুর ঘটনা নিয়ে আবর্তিত হয় নাটকের কাহিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেনÑ মাস্উদ সুমন, শামীম সাগর, সংগীতা চৌধুরী, আমিনুর রহমান মুকুল, শফিকুল ইসলাম, মো. সোহেল রানা, মেহেজাবীন মুমু, শরীফ সিরাজ, বাপ্পি আমীন, তৃপ্তি রানী ম ল, ফখরুজ্জামান চৌধুরী, সাঈদ রহমান, মেরিনা মিতু, শেখ তানভীর আহমেদ প্রমুখ। অন্যদিকে একই সময়ে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় আপস্টেজ থিয়েটার প্রযোজিত নাটক ‘রাত ভরে বৃষ্টি’। বুদ্ধদেব বসুর গল্প অবলম্বনে নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন সাইফ সুমন। নৃত্যনাট্য ইছামতির বাঁকে মঞ্চস্থ : কবি এম এ করিমের রচনায় গতকাল ইছামতির বাঁকে’ নৃত্যনাট্য রাজধানীর কাফরুল চার্চ সেন্টারে মঞ্চস্থ হয়েছে। সুকন্যা নৃত্যাঙ্গনের পরিবেশনায় এতে নৃত্য পরিচালনা করেন সুলতানা হায়দার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর