রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মানি লল্ডারিং মামলায় সাজার হার শতভাগ

------- ইকবাল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকের দায়ের করা মানিল্ডারিং মামলায় সাজার হার শতভাগ নিশ্চিত করা গেছে। তিনি বলেন, এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য কমিশনের কর্মকর্তাদের মানি লন্ডারিংসহ অন্যান্য ফিন্যান্সিয়াল ক্রাইমের ওপর দেশ-বিদেশে নিবিড় প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি জানিয়েছেন। দুদক চেয়ারম্যানের একটি প্রতিনিধি দল ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের রিজিওনাল অ্যাডভাইজর জোরানা মার্কোভিসের সঙ্গে শুক্রবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

 বৈঠকে দুদকের সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় ইকবাল মাহমুদ দুদকের কর্মকর্তাদের দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের বিভিন্ন উদ্যোগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ জাতীয় প্রশিক্ষণের মাধ্যমে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, তদন্ত, প্রসিকিউশনসহ এনফোর্সমেন্টের বিষয়ে কর্মকতাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে বলে আমরা মনে করি। কারণ বিগত কয়েক বছর ধারাবাহিকভাবেই কমিশনের মামলায় সাজা বৃদ্ধি পেয়ে মোটামুটি স্থিতিশীল রয়েছে। তিনি আরও বলেন, আমাদের দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে আরও কিছু আইনি বিধি-বিধানের প্রয়োজনীয়তা রয়েছে। এ প্রসঙ্গে স্বার্থের দ্বন্দ¦ আইন, সম্পদ বিবরণী ঘোষণা সংক্রান্ত বিধি-বিধান যাতে আন্তর্জাতিক মানের হয় সেসব ক্ষেত্রে ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের সহযোগিতা করার সুযোগ রয়েছে। দুদক চেয়ারম্যান বলেন,  দেশে-বিদেশে আমাদের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলে তাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। দুর্নীতিপরায়ণরা অন্তত শাস্তির ভয়ে দুর্নীতি করার অনৈতিক সাহস পাবে না। দুর্নীতিপরায়ণরা চিন্তা করবে দুর্নীতি করে পার পাওয়া যাবে না। দ্বিপক্ষীয় আলোচনায় দুদক চেয়ারম্যানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত আবু জাফরসহ বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর