বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

শাবিতে ১১ শিক্ষার্থীর আমরণ অনশন

শাবি প্রতিনিধি

ক্লাস-পরীক্ষা চালু ও চার দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১১ শিক্ষার্থী। সাত দিন ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল সকাল এগারোটা হতে শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেছে। জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞান বিভাগের ৩০ বছর পূর্তি উৎসবে বহিরাগত শিক্ষকের হাতে এক শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। এ অবস্থায় শিক্ষার্থীরা চার দফা দাবি পেশ করে। ৩ মার্চ বিভাগের কিছু নির্দিষ্ট শিক্ষার্থী ও লাঞ্ছনার শিকার শিক্ষার্থীকে বিভাগীয় প্রধানের রুমে তলব করা হয়। তখন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ওই রুমের সামনে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন শিক্ষকের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এর জের ধরে গত ৪ মার্চ অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের নোটিস টাঙিয়ে দেয় বিভাগীয় প্রশাসন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঘটনার প্রতিবাদে সাতদিন ধরে আন্দোলন করলেও কোনো সুরাহা হয়নি। ফলে আমরণ অনশন কর্মসূচি শুরু করতে হয়েছে। সার্বিক ব্যাপারে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

সর্বশেষ খবর