শিরোনাম
সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পাঠ্যপুস্তক দেশেই মুদ্রণের দাবি

দেশের পাঠ্যপুস্তক দেশেই মুদ্রণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা কামনা করছে বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতি। গতকাল সংগঠনের সভাপতি শহীদ সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এক বিবৃতিতে করোনা মোকাবিলায় প্রণোদনাস্বরূপ এই নির্দেশনা কামনা করেছেন। বিবৃতিতে বলা হয়, দেশের প্রায় সাত হাজার মুদ্রণ প্রতিষ্ঠান এবং এর ওপর নির্ভরশীল প্রায় পাঁচ লাখ কর্মচারী এই শিল্পে সম্পৃক্ত রয়েছেন। পাঠ্যপুস্তক প্রস্তুত করতে দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানগুলো বিগত ১১ বছর ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে। এর মধ্য দিয়ে দেশীয় মুদ্রণশিল্পের প্রতি দীর্ঘদিনের অবিচার ও বঞ্চনারও অবসান ঘটবে। তারা বলেন, বারবার দাবি জানানোর ফলে সংশ্লিষ্ট প্রায় সবাই আন্তর্জাতিক দরপত্র বাতিলের পক্ষে মত দিয়েছেন। মাত্র কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার অবোধগম্য আগ্রহে তড়িগড়ি করে আগামী শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক দরপত্র ইতিমধ্যে আহ্বান করা হয়েছে। অথচ দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বিবেচনায় এ বছর সম্পূর্ণভাবে স্থানীয় দরপত্র আহ্বান করা ছিল অত্যন্ত যৌক্তিক। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর