সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
শামীম ওসমানের বার্তা

নারায়ণগঞ্জে শুরু হচ্ছে করোনার নমুনা সংগ্রহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আগামীকাল থেকে নারায়ণগঞ্জের করোনার উপসর্গ থাকা মানুষের নমুনা সংগ্রহ শুরু করবে জেকেজি হেলথ কেয়ার নামের একটি সংগঠন। জেলার দুটি স্থান থেকে সম্পূর্ণ বিনা পয়সায় সংগঠনটির কর্মীরা নমুনা সংগ্রহ করবে। গতকাল সন্ধ্যায় এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ভিডিও বার্তায় তিনি এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শামীম ওসমান বলেন, ‘আমরা অনুরোধ ও দাবি জানিয়েছিলাম, নারায়ণগঞ্জে যাতে করোনা পরীক্ষার ল্যাবরেটরি হয়। সেই অনুরোধের সাড়া দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেকেজি হেলথ কেয়ার সেন্টার নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছেন। আমরা দুটি স্থান ঠিক করে দিয়েছি।

 একটি সিদ্ধিরগঞ্জের এমডব্লিউ স্কুল অ্যান্ড কলেজ ও অন্যটি নারায়ণগঞ্জ হাই স্কুল। ওই প্রতিষ্ঠানের তরফ থেকে একটাই অনুরোধ করেছেন, সন্দেহভাজনরা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে নমুনা সংগ্রহে সহযোগিতা করেন।

সর্বশেষ খবর