শিরোনাম
সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নির্মাণ শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলায় সরকারের কাছে নির্মাণ শ্রমিকদের জন্য বিশেষ অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ। সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক গতকাল এক বিবৃতিতে এ দাবি জানিয়ে বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব আজ স্থবির। করোনাভাইরাসের কারণে দেশের প্রায় ৪০ লাখ নির্মাণ শ্রমিক আজ অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে। পরিবার-পরিজন নিয়ে কষ্টের মধ্যে দিনাতিপাত করছে।

তারা বলেন, এই শিল্পের শ্রমিকরা আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তি আন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধেও নির্মাণ শ্রমিকদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। নির্মাণ শ্রমিকদের বাঁচিয়ে রাখার জন্য বিশেষ বরাদ্দের প্রয়োজন।

সর্বশেষ খবর