বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনায় মারা যাওয়া ডা. মঈনের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রাজধানীর বাড্ডা থেকে রিয়াজুল আবির (৩১) নামে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে সিআইডির সাইবার ইউনিট। এ সময় তার কাছে থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়।  সিআইডি জানায়, গত ১৫ এপ্রিল ডা. মঈন উদ্দিন করোনায় মারা যান। এরপর চিকিৎসক সমাজকে উসকে দেওয়ার জন্য কিছু কুচক্রী মহল মৃত চিকিৎসককে জড়িয়ে নানান কুৎসামূলক বক্তব্য স্যোশাল মিডিয়াতে প্রচার করতে থাকে।

 এতে চিকিৎসকদের অনেকেই সাইবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং সামাজিক মাধ্যমে অপপ্রচারকারী দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানান। 

সর্বশেষ খবর