বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আদালত আংশিক খুলে দিতে প্রধান বিচারপতিকে ঢাকা বারের চিঠি

নিজস্ব প্রতিবেদক

জরুরি মামলাগুলোর শুনানির জন্য আদালত আংশিক খুলে দেওয়ার আর্জি জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে চিঠি দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। গতকাল সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হোসেন আলী খান স্বাক্ষরিত চিঠিতে এমন আর্জি জানানো হয়। চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশেও প্রভাব বিস্তার করায় দীর্ঘদিন ধরে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় বিচারপ্রার্থী বন্দী আসামিরা জেল হাজতে মানবেতর জীবনযাপন করছেন। এতে বিচারপ্রার্থীদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। এ অবস্থায় আইনের শাসন ও বিচার ব্যবস্থার কার্যক্রম চলমান রাখতে সংশ্লিষ্ট আদালতগুলো আংশিক হলেও খোলা রাখা প্রয়োজন। স¦াস্থ্যবিধি মেনে ঢাকার দেওয়ানি ও ফৌজদারি আদালত আংশিক খুলে দেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে।

সর্বশেষ খবর