মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

গণস্বাস্থ্যের কিট ব্যবহার উপযোগিতা যাচাইয়ের আহ্বান ওয়ার্কার্স পার্টির

নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিট ব্যবহার উপযোগিতা যাচাই করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে গার্মেন্ট মালিকরা সীমিত পরিসরে সঙ্গনিরোধ ও স্বাস্থ্যবিধি মেনে ঢাকা ও কারখানার আশপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে কারখানা চালানোর যে বিজ্ঞাপন জারি করেছিলেন তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে ক্ষোভ প্রকাশ করা হয়। 

গতকাল পার্টির পলিটব্যুরোর দেওয়া বিবৃতিতে এ আহ্বান জানানোর পাশাপাশি ক্ষোভ প্রকাশ করা হয়।

বিবৃতিতে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিট ব্যবহার ও সরবরাহ নিয়ে ডা. জাফর উল্লাহর সঙ্গে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা নিরসনে সরকার ও গণস্বাস্থ্য উভয়কে এর বৈধ বৈজ্ঞানিক বিধি রক্ষার্থে যে ৭টি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট, তাদের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালইয়ের কোনো বৈজ্ঞানিক প্যানেলের সহযোগিতা নেওয়া যেতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, তাদের প্রত্যয়নে উল্লিখিত কিটটির উপযোগিতা যাচাই প্রমাণিত হলে সরকার তা জনস্বার্থে প্রয়োগের অনুমতি দিতে পারে।

সর্বশেষ খবর