রবিবার, ২৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

নিয়োগের দাবিতে অনশনে মেডিকেল টেকনোলজিস্ট

নিজস্ব প্রতিবেদক

মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে সরকারি নিয়োগের দাবিতে দুই দিন ধরে অমরণ অনশন করছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী। ঢাকার শেরেবাংলা নগরে ইনস্টিটিউটের সামনে শুক্রবার সন্ধ্যায় তাদের এ কর্মসূচি শুরু হয়।

অনশনে অংশ নেওয়া ইকবাল হোসেন বলেন, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে তারা ৫৫ জন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট সারা দেশ থেকে আসা নমুনা নিয়ে ইনস্টিটিউটের পিসিআর ল্যাবে পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার কাজে যুক্ত। তাদের সরকারিভাবে নিয়োগ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল।

গত মার্চ থেকে এ পর্যন্ত ১৪৫ জনকে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৩ জুলাই আরও ৫৭ জনকে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি হয়েছে। অথচ যারা এখানে কাজ করেন, তাদের কাউকে নিয়োগের ব্যাপারে কিছুই বলা হয়নি। ইকবাল বলেন, এ কাজে থাকা স্বেচ্ছাসেবীদের মধ্যে ২৫ জন এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে আবার কাজে ফিরেছেন। ইনস্টিটিউটে আইসোলেশনের কোনো ব্যবস্থা না থাকায় ১০ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। 

আন্দোলনকারীদের দাবির বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক বেলাল হোসেন বলেন, ইনস্টিটিউটের পরিচালকের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। যারা প্রতিবাদে অংশ নিচ্ছেন, তাদের বুঝিয়ে কর্মসূচি প্রত্যাহার করানোর চেষ্টা চলছে।

সর্বশেষ খবর