রবিবার, ২৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

সুশাসন প্রতিষ্ঠাই জাতীয় পার্টির লক্ষ্য

---------- জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছেন। উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করে নির্বাচিত প্রতিনিধিদের অধীনে প্রথম শ্রেণির কর্মকর্তাদের নিয়োগ দিয়ে গণমানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়েছিলেন। আমরা তার আদর্শে উজ্জীবিত হয়ে দুর্নীতি, দুঃশাসন ও বেকারত্বমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলব। সামাজিক ন্যায়বিচার ও সব পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠাই জাতীয় পার্টির লক্ষ্য। গতকাল সকালে রাজধানীর চকবাজার এলাকার ইসলামবাগ ঈদগাহ মাঠে এইচ এম এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জাতীয় যুব সংহতির নেতা রফিকুল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন মিলন, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন প্রমুখ। দুস্থদের ঈদ উপহার : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার দিচ্ছেন। গতকাল বিকালে পুরান ঢাকার আমলিগোলাসহ আশপাশের এলাকায় কয়েকশ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন। ঈদসামগ্রীতে রয়েছে  পোলাও চাল, সেমাই, চিনি, তেল, পিয়াজ ও দুধ। হাজী মিলন গত ২০ জুলাই থেকে ঈদসামগ্রী বিতরণ করছেন। ঈদের আগের দিন পর্যন্ত তা অব্যাহত থাকবে। ঈদসামগ্রী বিতরণকালে তিনি বিত্তবানদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর