মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

এক লাখ একর বনভূমি উদ্ধারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

বন বিভাগের রেকর্ডভুক্ত প্রায় এক লাখ একর জমি বেদখল হয়ে গেছে। এসব বেদখলী জমি উদ্ধারে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সুন্দরবনসহ অন্যান্য জেলায় দায়িত্ব পালনকালে বনদস্যুর হামলায় আহত ও নিহত কর্মচারীদের ক্ষতিপূরণ ও ঝুঁকি ভাতা বৃদ্ধির সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি এসব ঘটনায় দায়েরকৃত মামলার তদারকি, আসামিদের তালিকা, সাজার মেয়াদ ইত্যাদি সঠিকভাবে পরিচালনার জন্য সুপারিশ করা হয়।  সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপমন্ত্রী হাবিবুন নাহার, মো. রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশ নেন।

সর্বশেষ খবর