মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসুন : খেলাফত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, বানবাসী মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রীর অভাবে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বানবাসীদের সহযোগিতায় এগিয়ে আসা ইমানী ও নৈতিক দায়িত্ব। তিনি আলেম উলামা ও ইসলামী সংগঠনগুলোর পাশাপাশি রাজনৈতিক দল, শিক্ষক, চাকরিজীবী ও বিত্তশালী সবাইকে বন্যা কবলিত মানুষের দুর্যোগে এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল পুরানা পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাঈদ নূর, মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা মামুনুল হক, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা প্রমুখ।

সর্বশেষ খবর