মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কওমি মাদ্রাসায় পরীক্ষা নেওয়ার অনুমতি

নিজস্ব প্রতিবেদক

চলমান করোনাভাইরাস মহামারীর মধ্যেই দেশের কওমি মাদ্রাসাগুলোকে ‘স্বাস্থ্যবিধি মেনে’ ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মন্ত্রিসভা বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে, কওমি মাদ্রাসা জানিয়েছিল, তারা ওপরের স্তরের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়, সরকার এতে সম্মতি দিয়েছে। ডিগ্রি ও মাস্টার্স স্তরের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সুবিধামতো সময়ে নিতে পারবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ৩১ অগাস্ট পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ ছুটি চলবে বলে আপাতত ঘোষণা দেওয়া আছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কওমি মাদ্রাসাগুলোকে ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হলেও কিতাব বিভাগ চালুর অনুমতি দেয়নি সরকার।

এদিকে গতকালের বৈঠক দ্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন অর্ডার, ১৯৭৩ সংশোধনক্রমে প্রণীত দ্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২০-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ ছাড়া ব্যাংকার বহি সাক্ষ্য আইন, ২০২০-এর খসড়া নীতিগত এবং জাতীয় খাদ্য ও পুষ্টি নীতি, ২০২০-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সর্বশেষ খবর