শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চলে গেলেন শতায়ু আল্লামা আবদুর রব

লাকসাম প্রতিনিধি

চলে গেলেন শতায়ু আল্লামা আবদুর রব

চলেন গেলেন উপমহাদেশের শতায়ু আলেম, অসংখ্য ওলামায়ে কেরামের ওস্তাদ, কুমিল্লার লাকসাম উপজেলার মেল্লা গ্রামের কৃতীসন্তান আল্লামা মুফতি আবদুর রব। গতকাল জুমার সময় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিংবদন্তি এ আলেম ছাত্রজীবনে বর্তমান সময়ের আলোচিত ইসলামী ব্যক্তিত্ব আল্লামা আহমদ শফীর  সহপাঠী ছিলেন। তিনি অবিভক্ত ভারতের দেওবন্দে পাড়ি জমান। সেখানে কৃতিত্বের সঙ্গে তাফসির, হাদিস, ফিকহ ও ফুনুনাতের ওপর উচ্চতর ডিগ্রি লাভ করেন।

তিনি স্বাধীনতাপূর্ব শামসুল হক ফরিদপুরীর (রহ.) তত্ত্বাবধানে পুরান ঢাকার বড় কাটারা মাদ্রাসা থেকে প্রকাশিত মাসিক নেয়ামত পত্রিকার সম্পাদক এবং মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। কর্মজীবনের প্রায় সবটুকু সময় আল্লামা মুফতি আবদুর রব দক্ষিণ কুমিল্লার প্রাচীন বিদ্যাপীঠ মনোহরগঞ্জের কাশিপুর ইসলামীয়া মাদ্রাসার প্রধান মুফতি ও মুহাদ্দিস ছিলেন। তার মৃত্যুতে আলেম সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

সর্বশেষ খবর