শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

২০২১ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু সংযুক্ত রেললাইন খুলে দেওয়া হবে

----- রেলপথ মন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

২০২১ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত রেললাইন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এছাড়া পদ্মা সেতু হয়ে রেলসংযোগ বরিশাল-কুয়াকাটা-পায়রা বন্দর পর্যন্ত দেওয়া হবে। ফরিদপুরের ভাঙ্গায় উন্নতমানের রেল স্টেশন স্থাপন করা হবে। গতকাল দুপুরে মাদারীপুরের শিবচরের পাচ্চরে বাংলাদেশ রেলওয়ের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সুবিধার চেক প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এ কথা বলেন। এর আগে সকালে মন্ত্রী পদ্মা সেতুর রেলসংযোগ এলাকা পরির্দশন করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি স্তরে উন্নয়নের জোয়ার বইছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর অবদানেই। এসময় বিশেষ অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান, সিএসসি’র প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, র্ডপ চেয়ারম্যান মো. আজহার আলী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর-কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি) ও বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা র্ডপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বাকি ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

সর্বশেষ খবর