শিরোনাম
রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিজয় অর্জনে অহিংস আন্দোলনের সফলতার হার ৫৩ শতাংশ

অহিংস দিবসের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

বিংশ শতকে ঘটে যাওয়া বিশ্বের ৩২৩টি সাড়া জাগানো সহিংস ও অহিংস আন্দোলনের বিশ্লেষণ করে রাষ্ট্রবিজ্ঞানীরা দাবি করেছেন, পূর্ণ বিজয় অর্জনে অহিংস আন্দোলনের সফলতার হার ৫৩%, সহিংস আন্দোলনে সফলতার হার ২৩%। আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে গতকাল এক অনলাইন আলোচনায় এ অভিমত তুলে ধরা হয়। দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত এ আলোচনা সঞ্চালনা করেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার। বক্তব্য রাখেন সৈয়দ আবুল মকসুদ, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, রাষ্ট্রদূত ফারুক সোবহান, ঢাকা বিশ্ববিদায়ালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, সঞ্জীব দ্রং প্রমুখ।

সর্বশেষ খবর