রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মাস্ক ব্যবহার না করায় ৬৮ জনকে জরিমানা

পিপলস হাসপাতালকে লাখ টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাস্ক ব্যবহার না করায় ৬৮ জনকে ২০ হাজার ৪৭০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল নগরীর আন্দরকিল্লা ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে ১৭ হাজার ১০০ টাকা, কাজির দেউড়ী ও লালখান বাজারে ২০ জনকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে জিইসি মোড় এলাকায় গণপরিবহনে অভিযান চালিয়ে ১৪ জনকে ১ হাজার ৪০০ টাকা ও বায়েজিদ এলাকায় ৬ জনকে ৪৩০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, মাস্ক কিনতে পারেন না এমন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি শপথ পড়ানো হয় যাতে তারা বাইরে  বের হলে মাস্ক ব্যবহার করেন।

এদিকে, নগরের চকবাজারের বেসরকারি পিপলস হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিম্নমানের সেবা ও রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গতকাল সন্ধ্যায় হাসপাতালটিতে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, মূল্য তালিকার সঙ্গে চূড়ান্ত বিলের অসামঞ্জস্য এবং অব্যবস্থাপনার কারণে পিপলস হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর